বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে – পঞ্চম শ্রেণির প্রথম প্রান্তিক মূল্যায়ন -২০২৫ খ্রিঃ শুরু হলো। বরগুনা জেলার আমতলী উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু দুপুর ১:৩০ মিনিট এবং শেষ হলো বিকাল ৪:০ টা। কোমলমতি শিশুরা খুব আনন্দের সহিত পরীক্ষা দিচ্ছে। বরগুনা জেলার আমতলী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের আনন্দ মূখর পরিবেশে পরীক্ষা দিতে দেখা গেছে। তারা সবাই ভালো ফলাফল করবে এ আশা ব্যক্ত করেছে। অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সকলেই অত্যন্ত দক্ষ এবং নিখুঁত কারিগর। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিচালনায় বিদ্যালয়টিতে প্রতি বছর প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি সহ অন্যান্য ফলাফলে আমতলী উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।