প্রাথমিক শিক্ষাকে অনেকেই এখন শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দৃষ্টিতে দেখছেন। নতুন নতুন দালান, চকচকে নামফলক, দামী ইউনিফর্ম—এসব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বাহারি রূপ তৈরি হচ্ছে, কিন্তু ভিতরটা কি গড়ে উঠছে?
আমি বিশ্বাস করি, প্রাথমিক শিক্ষা কোনো ব্যবসা নয়—এটি একটি পবিত্র দায়িত্ব, একটি জাতির ভিত্তি নির্মাণের কাজ। এই স্তরের শিক্ষাই একটি শিশুর চিন্তা, মনন, মূল্যবোধ আর ভবিষ্যৎ জীবনের রূপরেখা নির্ধারণ করে দেয়।
আমাদের স্কুল শিবরাম মডেল প্রি-ক্যাডেট, কুড়িগ্রাম-এ আমরা শিশুদের শুধু বই মুখস্থ করাই না, শেখাই কিভাবে মানুষ হতে হয়। প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, ধর্মীয় মূল্যবোধ, পরিচ্ছন্নতা অভিযান—এসবের মধ্য দিয়েই আমরা তাদের শিকড়ের সাথে যুক্ত রাখি।
আমরা চাই না শুধু ভালো রেজাল্ট, আমরা চাই একজন শিক্ষার্থী হয়ে উঠুক সততা, দায়িত্ববোধ ও মানবিকতায় পরিপূর্ণ একজন মানুষ।
আজ যারা শুধু অর্থ কামনার জন্য শিক্ষাকে ব্যবসা বানাচ্ছে, তারা হয়তো বিল্ডিং বানাতে পারবে, কিন্তু হৃদয় গড়া মানুষের ক্ষমতা তাদের নেই।
আমাদের আহ্বান—আসুন, আমরা সবাই মিলে শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু ব্যবসার জায়গা না বানিয়ে একটি নৈতিক, সুশৃঙ্খল, আদর্শ মানুষ গড়ার কারখানা বানাই।
প্রাথমিক শিক্ষা হোক পবিত্র দায়িত্ব, জাতি গঠনের ভিত্তি।