1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় ইবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বর্জন করলো শাখা ছাত্রদল মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে সহায়তা ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ এর আত্মপ্রকাশ তারেক রহমান দেশে ফেরার পরে আওয়ামিলীগ ক্রাশ হয়ে যাবে উৎসবমুখর আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন মতবিনিময় সভা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল শহিদুল হক ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রুহুল আমিন অভিযোগের ভিত্তিতে ভূমিদস্যূ মঞ্জু ও তার দোসরদের পাকড়াও করতে পুলিশ অভিযান ​বিধি মেনেই কমিটি গঠন, ভিত্তিহীন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন

প্রেমঘ‌টিত কার‌নে শিবচ‌রে সালিশে অপমানের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃখান ই আজম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বাড়িতে এসে অপমান-অপদস্ত করার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের বাড়িতে আনা হয় এবং দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সুমাইয়া আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন রিফাত উকিলকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে তারা সুমাইয়া ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান-অপদস্ত করেন।
পরিবারের অভিযোগ, প্রকাশ্যে এই অপমান সইতে না পেরে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ওইদিন রাতেই নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
নিহত সুমাইয়ার বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে নানা কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলে। আমার মেয়ে সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি আমার মেয়ে হত্যার প্ররোচনাকারীদের সঠিক বিচার চাই।’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com