রংপুরের কাউনিয়ায় প্রেসক্লাব কাউনিয়ার কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৩ আগস্ট), রোববার বিকেলে প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে তকিপল বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ ও যুগের আলোর প্রতিনিধি ও প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম মোস্তফা আনছারী, সহ-সভাপতি জুলহাস হোসেন সোহাগ, সহ-সম্পাদক মোস্তাফিজার রহমান, কোষাধ্যক্ষ নুর ইসলাম আসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, আইন বিষয়ক সম্পাদক আবু হাসান এবং কার্যকরী সদস্য ইব্রাহীম খলিল, মাইদুল ইসলাম, আসাফ উদ দৌলা, আবু সাঈদ মনির, হাছিবুল ইসলাম, মওদুদী আহম্মেদ ও জাকির হোসেন।
সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।