রাজধানীর ফকিরাপুলের গরম পানি গলির একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কুলসুমা আক্তার (২৫), রিয়াজ হোসেন (২১) এবং কামরুন্নেসা রোজিনা (৪৫)। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা উপজেলায়। বর্তমানে তাঁরা ফকিরাপুলের গরম পানি গলির ওই বাসায় ভাড়া থাকেন। প্রতিবেশী ইব্রাহিম খলিল জানান, ভবনের চতুর্থ তলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফকিরাপুল থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধের পরিমাণ পরে জানা যাবে।” তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।