নারায়নগঞ্জের ফতুল্লায় জাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের সরিষাহাটী এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ নভেম্বর) স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও স্বপনের স্বজনরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। তারা বলেন, স্বপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, তার ছেলে জাওয়াদ হোসেনও বৈষম্য বিরোধী আন্দোলন জড়িত তারপরও স্বপন মিয়াকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়েছে। তাকে অবিলম্বে মুক্তির দাবি জানায়।মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. মামুন মিয়া, সম্রাট হোসেন, শফিকুল ইসলাম শফিক, লিমন মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। বেখৈরহাটি নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র সম্রাট হোসেন বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে আমরা আন্দোলন করেছি। এখনো একটি শ্রেণি সেই বৈষম্য করছে, প্রতিহিংসা পরায়ন হয়ে অনেককে হয়রানি করছে। তা বন্ধ করতে হবে। গত ২ নভেম্বর স্বপনকে ফতুল্লা থানায় গ্রেফতার করা হয়। তিনি সরিষাহাটি গ্রামের মেয়ের জামাই, জামাইকে মুক্তি’র জন্য স্বজন ও শিক্ষার্থী এ কর্মসূচীর আয়োজন করে।