1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ফতেপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত থেকে পুকুরে লুকিয়ে রাখা ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়_মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় একটি পুকুরে চোরাচালানের উদ্দেশ্যে মদ লুকিয়ে রাখা হয়েছে-এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ওই স্থানে পৌঁছায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুকুরের পানিতে ডুবানো দুই বস্তা থেকে মোট ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com