চাঁদপুরের ফরিদগঞ্জের সাফুয়া গ্রামে কৃষি জমি থেকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার,রাত ৮:৩০মিনিটের সময় এলাকার এক লোক মাছ শিকার করে বের হয়েছে,সে ব্যক্তি মাছ শিকার করার সময় হঠাৎ এক জমিতে দেখে একটি মানুষের লাশ পানিতে বাসতে আছে, সে চিৎকার এলাকার লোকজনকে ডাকে,এলাকার জনগন লাশ দেখে দ্রুত ফরিদগঞ্জ থানায় ফোন দেয়,পুলিশ ঘটনা স্থলে এসে লাশ নিয়ে মরগে পাটিয়ে দেয় এবং এই বিষয়ে সঠিক তদন্ত করে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন —