ফরিদপুরের মধুখালী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) ঢাকা–খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস (গোল্ডেন লাইন, ঢাকা মেট্রো-ব ১৫-৫১২৫) ঢাকাগামী পথে চলার সময় মহাসড়কের এপার থেকে দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে তিনজন—তানিয়া (৩০), মো. সোহরাব (৫৫) এবং কিশোর মিনহাজ (১৫)—কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোহরাব ও মিনহাজের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। নিহত মিনহাজ (১৫) মিঠু মীরের ছেলে। তার বাড়ি মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে। অপর নিহত মো. সোহরাব (৫৫) লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা এবং নওপাড়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন—তানিয়া (৩০), সামাদ (৬৫), সাখায়েত (৫০) এবং আলী (৭৫)। তাদের মধ্যে তিনজনের বাড়ি নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এবং অপরজন মেছড়দিয়া গ্রামের বাসিন্দা। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার রাতে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।