ফরিদপুরে এনসিপি’র জেলা কমিটির ১ নং যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু এর বাড়িতে গভীর রাতে তালা ভেঙ্গে ঢুকে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত গভীর রাতে শহরের আলীপুর এলাকায় তার নিজ বাসভবন আয়েশা ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এস এম জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে তিনটি লোহার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে দুটি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে। এ সময় অন্য দুটি কক্ষে এনসিপি নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইং এর প্রধান সমন্বয় জুনায়েদ অবস্থান করছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই দুটি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা।
ফজরের আজান শুরু হলে এস এম জাহিদ এর জেগে ওঠলে টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙ্গার যন্ত্র ও দুই জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি বলে জানিয়েছেন এস এম জাহিদ। কোনো মালামাল না নেওয়ায় ঘটনাটি ব্যক্তি আক্রোশে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশংকা করেছেন তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।