কুলিয়ারচর এর বড়খারচর মধ্য পাড়া ফসলি জমির মধ্যে জাহাঙ্গীর নামের এক ব্যাক্তির মৃ ত দেহ পাওয়া গেছে।
লোকটি এই এলাকার স্থানীয় বাসিন্দা। গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আশেপাশে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায় নি। গ্ৰামবসীরা পরেরদিন বিকেলে ফসলি জমিতে তার মৃত দেহের সন্ধান পান। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
শুক্রবার বিকেলে ঘটনা জানাজানি হলে, স্থানীয়রা কুলিয়ারচর উপজেলায় বিষয়টি জানান।
ঘটনা জানতে পারে উপজেলা প্রশাসন, ঘটনা স্থলে উপস্থিত হন।
পুলিশ অনুসন্ধান করে জানান, লোকটিকে খুন করা হয়েছে।
প্রাথমিক কার্যক্রম, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এই নিন্দনীয় কাজ যে বা যারাই করেছে কাউকেই ছাড় দেয়া হবে না।
আসামিদের অতিদ্রুত সনাক্ত করা ও আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এলাকাবাসী এই নিন্দনীয় ঘটনার, তীব্র নিন্দা প্রকাশ করেন।
তারা বলেন দোষীদের এমন বিচারের আওতায় আনা হোক এবং এমন বিচার করা হোক, যা দেখে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না করে ।