ঢাকায় প্রেসক্লাবে ‘মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি করছে তাসাউফপস্থি সুফিরা। তাদের উদ্দেশ্য ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় এই কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই হাজার হাজার আল্লাহর দ্বীনের লোকের প্রেসক্লাব, হাইকোর্ট রোডসহ আশপাশের সব এলাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো থেকে ভেসে আসছে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জনে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সুন্নি তরিকতপন্থি ও সূফীবাদীরা । তারা সারা মুসলিম বিশ্বের নির্যাতিত মুসলিমদের প্রতিবাদে বিশেষ করে ফিলিস্তিন, ভারত ও মায়ানমারে নির্যাতনের প্রতিবাদী স্লোগানে কম্পিত হচ্ছে পুরো এলাকা। ‘মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচী সোরউয়াদ্দি উদ্যানে অনুমতি দেয়া হয়নি কিন্তু পরে প্রেসক্লাবে অনুমতি দেন পুলিশ। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা সৈয়দ হাসান আল আজহারী জানান, এ দেশের মানুষ শান্তিপ্রিয় এবং গণতন্ত্রমনা। ১৯৭১ সালে পাকিস্তানের মিলিটারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা থেকে শুরু করে ২৪ সালের জুলাই অভ্যুত্থান- বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচার ও আধিপত্যবাদী শাসককে মেনে নেয়নি, বুকের তাজা রক্ত দিয়ে পতন ঘটিয়েছে। বেশিদিন আগের কথা নয়, মাত্র ৮ মাস আগে জীবন দিয়ে লড়াই করে আধিপত্যবাদী আওয়ামী লীগকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তিনি আরও জানান, এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে আমরা দেখেছি, অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার আধিপত্যবাদ ও স্বেচ্ছাচারিতা দেখিয়ে ফিলিস্তিনের অসংখ্য মজলুম নাগরিককে শহীদ করে দিয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের শহীদের তালিকা প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়ার মোদি সরকার।