1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারেক পরিষদের কমিটি গঠন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে পাংশায় তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নাচোলে বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর ও মালামাল লুট তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন ঘোড়াঘাটে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জগন্নাথপুরে ভয়াবহ আগুনে ৬টি দোকানে ৫০ লাখ টাকা ক্ষতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ আশাশুনির প্রতাপনগরে ইসরাইলের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে কালাই উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Sumon Mondal
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাট জেলা, কালাই উপজেলা আজ(৭ এপ্রিল) আন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশটি কালাই উপজেলা বাসস্ট্যান্ডে থেকে শুরু হয়ে পাঁচশিরা বাজার প্রদক্ষিণ শেষে আবার বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। মিছিল থেকে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ নানা স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। পথসভায় বক্তারা বলেন, ‘যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। ইহুদিবাদীরা গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন । বক্তারা ইহুদীবাদী সেনাদের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং তাদের এই নৃশংস অপরাধযজ্ঞ বন্ধ করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহবান জানান। সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় সামরিক আগ্রাসন শুরু করে। নতুন করে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৭৩০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১,৩৬৭ জন আহত হয়েছেন। এরফলে ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০৮২ জনে এবং আহতের সংখ্যা ১,১৩,৪০৮ জনে দাঁড়িয়েছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। বক্তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা। তারা আরও বলেন, আমেরিকার মত যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরাইল। অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে এই গণহত্যার প্রতিবাদের আহ্বান করেন তারা। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা। পথসভায় বক্তব্য রাখেন, কালাই আহলে হাদিস মসজিদের ইমাম মাওলানা সেলিম রেজা, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা,উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশীদ,কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান,বিএনপি নেতা আব্দুল আলীম, কালাই উপজেলা যুব অধিকার পরিষদ এর দপ্তর সম্পাদক মো সুমন মন্ডল এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিভিন্ন ইসলামী সংগঠন, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ শেষ মুসলিম বিশ্বের শান্তিকামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি মিছিল ও সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com