সন্ত্রাসী ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অবৈধ, অন্যায় ভাবে বোমা হামলা ও নিঃসংশ গণহত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সোমবার (৭এপ্রিল) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজনে এ নারকীয় হত্যার প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা, “ফিলিস্তিন মুক্তি পাক, সন্ত্রাসী ইজরাইল নিপাত যাক”সহ ইসরাইলকে বয়কট করার জন্য বিভিন্ন স্লোগান দেয়। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ও প্লাকার্ড লেখাসহ ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন বার্তা লেখা ছিল।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামী আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন,”সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল পরিকল্পিতভাবে হামলা করে ফিলিস্তিনের অসংখ্য মুসলমান ভাই-বোন সহ অবুঝ শিশুদেরকে হত্যা করেছে,আমরা মুসলমান হিসেবে এটা কিছুতেই মেনে নিতে পারি না,আমরা বিশ্বের সকল মুসলমান নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই,তারা যাতে ইসরাইলকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে,যাতে ভবিষ্যতে তারা এ ধরনের জঘন্য ও নারকীয় হত্যার মত মহাপাপ করতে সাহস না পায়।”
তিনি আরো বলেন,”ইসরাইল যেভাবে গাজা রাফা সহ আমাদের প্রত্যাশিত অঞ্চল সমূহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে,মহান আল্লাহতালা ওদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিক,মহান আল্লাহর নিকট এই ফরিয়াদ জানাই।”
জেলা জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “মুসলমানদের প্রথম কেবলা সহ গাজার বিভিন্ন অঞ্চলে উপর্যপুরি বিমান হামলার মাধ্যমে মুসলমান ভাই-বোন শিশু ও নারীদেরকে নির্বাচনে হত্যা করছে,এই হামলার প্রতি আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।”
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে ইসরাইল বাহিনী এ অপকর্ম ঘটিয়ে যাচ্ছে,আমরা মুসলিম বিশ্বের নেতাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি তারা এর উপযুক্ত জবাব না দেয়, তবে একের পর এক মুসলিম দেশ আক্রান্ত হবে,মুসলমানদের তারা নির্মূল করে ফেলবে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব এর মাধ্যমে অত্যাচারী ইসরাইল বাহিনীকে দমন করার অনুরোধ করছি। শুধু সমবেদনা জানালে হবে না ইহুদী বাহিনীর সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আমাদেরকে সম্মিলিতভাবে ইজরাইল সকল পণ্য বয়কট করতে হবে এটা আমাদের ঈমানের দাবি।