ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জোহরের নামাজ শেষে লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয় । এসময় ভিক্ষোভকারীরা নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করে। মিছিলে শহরের ব্যবসায়ী ও সাধারণ মুসল্লীগণ সহ জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এড. নজির আহমদ, নায়েবে আমীর এ. আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, এড. মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির এড. আবুল ফারাহ নিশান প্রমুখ।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পৃথক পৃথক মিছিল করে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে।