ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইতিহাসের নৃশংসতম গনহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল। ইসরায়েলের এই বর্বর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছিলো মজলুম গাজাবাসী। বিশ্বব্যাপী গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্যতম জনবহুল এলাকা দুলভারচর বাজারে স্থানীয় শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল (সোমবার) আসরের নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি দুলভারচর বাজার থেকে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুলভারচর বাজারে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আশরাফুল আলম চৌধুরী, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা রবিউল ইসলাম আকরামী, মাওলানা আল আমিন আরিফ, শিক্ষার্থী শাহরিয়ার সায়েম, শাহ মোঃ জুয়েল প্রমুখ। সমাবেশে বক্তারা সকল ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগনকে ইসরায়েলী পণ্য বর্জন এবং জাতিসংঘ ও মুসলিম বিশ্বের শাসকদেরকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে মিছিল ও সমাবেশের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আশরাফুল আলম চৌধুরী।