সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রথম দিনে উপজেলার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনের পরীক্ষায় ২২০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২১৬৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৩১ জন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইউআরসি আব্দুল আজিজ। পরীক্ষা চলাকালীন সময় গেটের বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবেদ আলী খন্দকার জানান, প্রথম দিনে তার কেন্দ্রে ৫৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল, তবে ২ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬৭ জন। এ কেন্দ্রে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন জানান, ২০২৫ সালের এসএসসি, সমমান ও মাদ্রাসা দাখিল পরীক্ষায় ২২০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২১৬৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৩১ জন। কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে