দিনাজপুরের ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন ও সমমানের প্রাথমিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় দাবিতে কিন্ডারগার্টেন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেন ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
বুধবার ৩০ জুলাই সকাল ১১ টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য ১।বেগম আবতাবুন্নেসা মাল্টিমিডিয়া স্কুল ২। হোসনেআরা ক্যাডেট ও হাইস্কুল ৩।সেলফওয়ে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ৪। গ্রীন ল্যান্ড মডেল স্কুল ৫। খয়েরবাড়ী মডেল স্কুল ৬।চাইল্ড কেয়ার কেজি স্কুল ৭। শিশুকানন প্রি ক্যাডেট স্কুল ৮। ফুলবাড়ী ক্যাডেট একাডেমী ৯। ফুলবাড়ী আদর্শ বিদ্যাপীঠ ১০।মাতৃছায়া ক্যাডেট এন্ড হাইস্কুল ১১। ফুলবাড়ী ইংলিশ মিডিয়াম কেজি স্কুল ১২।আনন্দ নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল ১৩।ব্লু বার্ড মডেল স্কুল ১৪। অক্সফোর্ড স্কুল ১৫। সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল ১৬ পরশ চাইল্ড কেয়ার মডেল স্কুল ১৭। সানফ্লাওয়ার স্কুল ১৮। গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুল সহ উপজেলার ২৫ টি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার শিক্ষার্থী শিক্ষক অধ্যক্ষ পরিচালক অভিভাবকগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।