দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৫৬ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা ও ৭টি ইউনিয়নে দিন ব্যাপী বৃক্ষ রোপন উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম,খাদ্য কর্মকর্তা শোহেল আহমেদ,সমাজসেবা কর্মকর্তা আখক্তারুজ্জামান,জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান,ফুলবাড়ী পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,বন কর্মকর্তা শহিদুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায় সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী বলেন দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের নিজ উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে দিনাজপুর জেলার ৯ টি পৌরসভা ও ১১৩ টি ইউনিয়নে মোট ৮ লক্ষ বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে আমরা ফুলবাড়ী উপজেলায় মোট ৫৬ হাজার বনজ ফলজ ও বিভিন্ন ঔষধী গাছ লাগানোর উদ্বোধন করা হয়েছে