দিনাজপুরের ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মীদেরকে নিয়ে ঈদ পূর্ণমিলনী করেছেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দল।
গতকাল সন্ধ্যায় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু এর আহবানে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ঈদ পূর্ণমিলনীতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক সদস্য সচিব মোস্তাফিজার রহমান ফিজার, যুগ্ন আহবায়ক মোঃ মোশারফ হোসেন,
ফুলবাড়ী পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক মাজেদুর রহমান,১ ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন আলী, দুই নম্বর ওয়ার্ডের আহবায়ক মাসুম আলী,
দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক বাবু, তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের সবুজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ পুনর্মিলনীতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু বলেন কর্মীদেরকে উজ্জীবিত রাখতে এবং দলকে সুসংগঠিত করতে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা সবসময় কাজ করে যাচ্ছে, আগামীতে দলের যে কোন প্রয়োজনে ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দল সবসময় প্রস্তুত আছে।
সদস্য সচিব মোস্তাফিজার রহমান বলেন মূল দলকে প্রতিটি প্রোগ্রামে আমরা ব্যাপকভাবে সহযোগিতা করে থাকি, যখন যেখানে যেভাবে দলের প্রয়োজন হবে আমরা সেভাবেই প্রস্তুত আছি থাকবো।