যশোরের ঝিকরগাছা গদখালী ফুলের রাজ্যে, গদখালি থেকে পানিসারা ৪ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে গতকাল | ভ্রমণপিপাসু মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা |গতকাল শুক্রবার দুপুর ২ঃ০০ টার পর থেকে এ সড়কে যানজট সৃষ্টি হয় |ভোগান্তিতে ভ্রমণ পিপাসু হাজার হাজার মানুষ, ভোগান্তিতেও আছে স্থানীয় মানুষও |ভোগান্তি হলেও স্থানীয় মানুষ খুশি, বেশি বেশি পর্যটক আসার জন্য |ফুল মেলা উপলক্ষে প্রশাসন যানজট মুক্ত রাখার জন্য সহযোগিতা করলেও এখন কোন প্রশাসনের লোক দেখা যাচ্ছে না | স্থানীয়দের দাবি অন্ততপক্ষে প্রতি শুক্রবার প্রশাসন যেন সহযোগিতা করে যানজট মুক্ত রাখতে |ফুলের রাজ্য গদখালী ভ্রমন করতে এসেছে মাহবুর ভাই খুলনা থেকে, কথা হয় তার সাথে সে বলে সারাদিন ভালোই কেটেছে তবে এখন ভালো লাগছে না যানজটের জন্য |শেষ ভালো যার সব ভালো তার,ঝিনাইদহ থেকে আগত আর এক ভাইয়ের মন্তব্য এটা |দুপুরের পর আজ মাঝে মাঝে যশোর বেনাপোল সড়কেও দেখা গেছে কালীবাড়ি থেকে কোল্ড স্টোরেজ পর্যন্ত যানজট |সন্ধ্যার দিকে যানজট কিছুটা কম হলেও যানজটমুক্ত হয়নি সাতটা পর্যন্ত | আজ শনিবারও মাঝে মাঝে যানজট দেখা যাচ্ছে |