ফেনীতে পৃথক তিন অভিযানে ইয়াবা, গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করেছে, ফেনী জেলা “গো”য়েন্দ পুলিশ।আজ ফেনী সদর ফাজিলপুর ইউনিয়নের খাইয়ারা রাস্তার মাথা সংলগ্ন পরিত্যাক্ত আহাদ রাইস মিলের ভিতরে ৩৫ পিছ ইয়াবা ট্যবলেট সহ মোহাম্মদ আজিজুল হক সুমন (৩৭) অপর একটি অভিযান পরিচালনা করে ফেনী পৌরসভা ১২ নং ওয়াড হাজারী রোড়ের মাথা ঢাকা – চট্রগ্রাম মহা সডকে নাজিম ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে যমুনা বাসের ভিতর হতে দুই (২)কেজি গাঁজা সহ এক জন নারী জিনুফা আকতার(২১) এবং আরও একটি অভিযানে চট্টগ্রাম মুখি লেনে রিয়াজ মটরস এর সামনে মেরাজ (২৫) নামে একজনে গ্রেফতার করা হয়।তাদের নামে তিনটি মাদক আইনে মামলা হয়েছে।