শুক্রবার (১ আগস্ট) দুপুরে চরগোপালগাঁও গ্রামের একটি মুরগির খামার থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জুলাই রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মগপুকুর পাড় এলাকায় আমির হোসেন বাচ্চু নামের এক মুদি দোকানদারের দোকান থেকে মালামাল চুরি হয়। এ ঘটনার পরদিন বাচ্চু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে স্থানীয় আবদুল লতিফের ছেলে সুজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চরগোপালগাঁও গ্রামের পারভেজের মুরগির খামারে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করে। এসময় খামার মালিক পারভেজকেও আটক করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন বলেন, চুরি হওয়া মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন