৪-৫ ই আগষ্টের ছাত্র জনতা হত্যার সেই ছাএ লীগের সন্তাসী তানভীর দাখিল পরিক্ষা দিচ্ছে। জি,এম একাডেমি কেন্দে,আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন তানভির ফেনী মিজান রোড়ে হকার, দোকান,রিকশা চালকদের কাছ থেকে চাঁদা তুলতো। ছাত্রলীগ নেতা কালা মোহন, সাহেদ,অভির বাগিনা নাফিজ ছিল ফেনী আলিয়া মাদরাসার ছাএলীগ এর কথিত নেতা।প্রিন্সিপাল মাহমুদুল হাসান এর আস্হাভাজন। আর সেই তানভির এখন অদৃশ্যের বন্ধনে হয়ে গেলো ছাত্র শিবির। ৪-৫ ই আগষ্টের শহীদের রক্তের সাথে বেইমানি করে এখন দাখিল পরিক্ষাথী।ফেনীর পুলিশ প্রসাশন তানভির কে গ্রেফতার করার সাহস নেই।ফেনীতে তালিকা ভুক্ত আওয়ামী লীগের সন্তাসী ওখুনি দু একজন ছাডা কেউ গ্রেফতার হচ্ছে না এরা খুনিরা এখন কেউ জামাতের লোক কেউ ছাত্র শিবির এর লোক হয়ে গিয়াছে। ফেনীর জনগণ মনে করে গুপ্ত সংগঠন এর বিগত কাজ ১৬ বছর আওয়ামী ছাত্র লীগের হয়ে কাজ করেছে এরা সবাই জামাত শিবিরের লোক। এখন ও সময় আছে এদের কে প্রতিহত করতে হবে না হয় যে কোন সময় আবার ফেনীর জনগণের উপর গুপ্ত হামলা করবে।