ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তে পৃথক অভিযানে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, মদ, চকলেট, গরু ও সিএনজি জব্দ—মূল্য ১ কোটি ৭ লাখ টাকার বেশি……..
ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এসব অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, মদ, চকলেট, গরুসহ বিভিন্ন ধরনের মালামাল এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করায় একাধিক চোরাচালানচক্রের পণ্য আটক করা সম্ভব হয়েছে। তবে কোনো চোরাচালানকারীকে আটক করা যায়নি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এসব সীমান্তপথে ভারতীয় পণ্য চোরাপথে আনা-নেওয়া চলছে। নিয়মিত অভিযান সত্ত্বেও চোরাচালান পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। রাতের অন্ধকার, দুর্গম অঞ্চল এবং সংঘবদ্ধ সিন্ডিকেটের কৌশলের কারণে বিজিবি প্রতিবন্ধকতার মুখে পড়ছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে তারা।
সচেতন মহলের মতে, ফেনীর সীমান্ত অঞ্চলে অবৈধ পণ্য প্রবাহ বন্ধে বিজিবির পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সমন্বিত উদ্যোগ জরুরি।