ফেনী জেলা ছাগলানাইয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিল সহ শাখাওয়াত হোসেন মেজবাহ (২৯) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার কারা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি টিম তাকে আটক করে।মেজবাহ ছাগলনাইয়া উপজেলার মোহাম্মদ শাহ আলমের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটিনটিম ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ আলমের ছেলে শাখাওয়াত হোসেন মেজবার বসতঘরে অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।