1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রায় দুই যুগ পর পুণরায় আত্মপ্রকাশ ঘটেছে ভবানীগঞ্জের একতা যুব সংঘ ক্লাব ভোলার ভেদুরিয়ায় ভয়াবহ আগুনে ৬টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকা মেলান্দহে মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যশোরের শংকরপুরের চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরীকে আটক করেছে যৌথ বাহিনী রাজশাহীতে গলাকাটালাশ উদ্ধার করেছে পুলিশ নীলফামারীতে গণঅধিকার পরিষদের কমিটি গঠন রাবির ‘গোল্ড বাংলাদেশ’র নতুন সভাপতি শতাব্দী, সম্পাদক সুমিত ১৭ বছর জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ছিলো না- অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা তালায় কপোতাক্ষ নদীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীর লাশ উদ্ধার

ফেসবুক স্ট্যাটাসে স্ত্রী ও তার প্রেমিককে দায়ী করে যুবকের আত্মহত্যা

মোহ জামশেদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন নাটোরের বাগাতিপাড়ার জুয়েল রানা (২৭) নামের এক যুবক। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের রহিমুদ্দিন সরকারের ছোট ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মাস আগে একই ইউনিয়নের চকগোয়াস গ্রামের আব্দুস সামাদের মেয়ে সেবা খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করেন জুয়েল রানা। বিয়ের ১৫ দিন পর জুয়েলের বাড়ি থেকে চলে গিয়ে ঈশ্বরদী ইপিজেডে কাজ শুরু করেন স্ত্রী সেবা খাতুন। এরপর ওই একই ইপিজেডে চাকরির পরিক্ষা দিতে গিয়ে স্ত্রী ও তার প্রেমিক আতিউর রহমানকে একসাথে দেখেন জুয়েল। এ ঘটনার পর বেশ কয়েকবার মুঠোফোনে স্ত্রীর সাথে কথা বলে সংসার ঠিক করতে চান তিনি, কিন্তু তাতে রাজি হয়না স্ত্রী সেবা খাতুন। বিষয়টি নিয়ে একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করবেন বলে জানান নিহত জুয়েল রানা।তিনি তার ফেসবুক আইডি (নিকনেম মো. জাহিদ হাসান) লেখেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা- এরা দুজন কুকরের চেয়েও নিকৃষ্ট মনের মানুষ হয়ে গেছে। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দেয়নি।নিহতের মা নাসিমা বেগম জানান, বৃহস্পতিবার রাতে জুুয়েল জানায় তার ইপিজেডে চাকরি হয়েছে। একই কথা বলে বাসা ভাড়া করতে যাচ্ছে বলে ঘটনার দিন সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয় সে। বাড়ি থেকে বের হওয়ার প্রায় ২ঘন্টা পর বাড়ি ফিরে এসে ‘মা’ বলে জোরে চিৎকার করে বাড়ির উঠানে পড়ে যায় জুয়েল। এসময় প্রতিবেশীদের ডাকলে তারা এসে জুয়েলের গায়ে বিষের গন্ধ পেয়ে মাটি থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে বেলা ১২টার দিকে আড়ানী বাজারে তার মৃত্যু হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com