1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু তানোরে বিলকুমারী বিলের বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা= সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ কদমরসুল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি খাদ্য মন্ত্রণালয় দিনাজপুরে চালকল মালিক গ্রুপের স্মারক লিপি প্রদান বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন শ্রীমঙ্গলে `আমরা পারব’ চা বাগানের নারী ও কিশোর সংঘের বার্ষিক সম্মেলন শ্রীপুরে পৌত্তীক সম্পত্তির পুনরায় তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদন কলারোয়া আলিয়া মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের নবীন বরন অনুষ্ঠান সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর ১ সহযোগী আটক

“ফ্যাসিবাদ নির্মূল না করে গণঅধিকার পরিষদ ঘরে ফিরবে না”-ভিপি নুরুল হক নূর

মোহাম্মদ আসাদুজ্জামান(স্টাফ রিপোর্টার,ঢাকা)
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদ নির্মূল ও আওয়ামীলীগ নিষিদ্ধ না করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
আজ শুক্রবার,২৫ এপ্রিল ২০২৫, বিকাল চারটায় মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে “জুলাই-আগষ্টে গণহত্যার বিচার ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে” আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে গণ অধিকার পরিষদের গুলিবিদ্ধ কর্মী রাসেল ও অলিউল্লাহকে পাশে নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর আরো বলেন, জুলাই আহতদের বিদেশে চিকিৎসা নিয়ে আমলাদের কালক্ষেপণ বরদাস্ত করা হবে না।তিনি বলেন, প্রকৃতপক্ষে গণহত্যার বিচার করতে পারলে আওয়ামীলীগ নিষিদ্ধের কাজ শতকরা ৯০ ভাগ সম্পন্ন হয়ে যাবে। বাকি ১০ ভাগ আমরা আন্দোলন করে আদায় করে নিবো।
মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির প্রসঙ্গে তিনি গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।তিনি জোর দিয়ে বলেন, দখলদারিত্ব ও চাঁদাবাজির ক্ষেত্রে পূরনো বন্দোবস্তই বহাল আছে শুধু দলবদল হয়েছে।গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী চাঁদাবাজির সাথে জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও এলাকাবাসীকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদের সদস্যরা চাঁদাবাজ, দখলবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, লড়াই করে জেল জুলুম সহ্য করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, জীবন থাকতে নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দিবো না, ইনশাআল্লাহ।
গণসমাবেশ শেষে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে একটি বিশাল মিছিল বসিলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বেরিবাঁধে গিয়ে শেষ হয়।
গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য এডভোকেট নুরে আশরাফ সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক সবুজ খাঁন,ঢাকা মহানগর উত্তর শ্রমিক গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, দোহার থানা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com