বগুড়ার গাবতলী থানার অন্তর্গত নতুন কোন্নী পাড়ায় বিধবা মহিলার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাতে দুটি গরু ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
গত ৩ মার্চ রাত্রি আনুমানিক ৯:৩০ ঘটিকায় মৃত আফজাল পরামানিকের স্ত্রী জরিনা বেওয়ার বসতবাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের এ সূত্রপাত ঘটে। এতে দুটি গরু ও তার বসতবাড়ি পুড়ে যায়। বিধবা জরিনা বেওয়া অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালান, অনেক পরিশ্রম করে তিনি এ তার এই শখের গাভীটি লালন পালন করে আসছিলেন, একমাত্র উপার্জনের শখের গাভী দিয়ে পুড়ে যাওয়া এই দিশেহারা বিধবা জরিনা বেওয়া। প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।