বগুড়া জেলার গাবতলী মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মো: সেরাজুল হক এর নির্দেশনায় সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি এলাকা থেকে জি আর মামলার ০১( এক )বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ মাসুদ রানা (৩২), পিতাঃ গেল্লা সদরার, সাং হোসেনপুর থানা গাবতলীকে অদ্য সকাল ১১.৪৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। পাশাপাশি শিবগঞ্জ থানার অন্তর্গত মহাস্থান এলাকার পলাশ নামক গ্রাম হইতে দীর্ঘদিনের আত্মগোপনে থাকা গ্রেফতারি পরানোভুক্ত আসামি মোঃ জনি প্রাং, পিতাঃ নিলু প্রাং,গ্রামঃ মহিষাবান মধ্যপাড়াকে একইদিন বেলা ১০.৫৫ গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও গাবতলী মডেল থানা এলাকার বিভিন্ন জায়গা নিয়মিত অভিযান পরিচালনা করিয়া চকবোছাই মধ্যপাড়া গ্রামের মোস্তফা খাঁ এর পুত্র পলাশ(৩৫) ও সোন্দবাড়ি ফকিরপাড়া গ্রামের মৃত মজনু মন্ডলের ছেলে আপেল মন্ডল (৩৪) দ্বয়কে ২৭ পিচ নিষিদ্ধ ঘোষিত টেপেন্ডাল ট্যাবলেটসহ এবং গাবতলী পৌরসভার সোন্দবাড়ি ফকির পাড়া গ্রামের আনিছার রহমানের পুত্র জহুরুল (৪০)কে নিষিদ্ধ ঘোষিত ২০ পিচ টেপেন্ডাল ট্যাবলেটসহ গ্রেফতার করিয়া করিয়া পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করেন। সাজা প্রাপ্ত আসামি, ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার আসামিসহ মোট ০৫ (পাঁচ)জন আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হইয়াছে। বিষয়টি গাবতলী থানার ওসি সেরাজুল হক সাংবাদিকদের নিশ্চিত করেছেন।