বগুড়ার গাবতলী উপজেলায় রেল লাইনের ফিশপ্লেট খুলেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত গভীর রাতের যেকোনো সময় উপজেলার সুখানপুকুর সৈয়দ আহমেদ ডিগ্রি কলেজ এলাকার নতুনপাড়া সুকান্তপুর নামক এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বগুড়া রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে পরে যে, রেল লাইনের দু’টি ফিশপ্লেট খুলেছে। সঙ্গে সঙ্গে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পূণঃস্থাপন করেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
প্রকৌশলী আফজাল হোসেন বলেন, এটি নাশকতার আলামত। এ ঘটনার পর থেকেই কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া রেল স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তার টহল জোরদার করা হয়েছে।