বগুড়া দুপচাঁচিয়া বাদী মোঃ রাজু (২৯), পিতা মোঃ গোফ্ফার আলী, সাং-লালুকা, দুপচাঁচিয়া, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসামী মোঃ খয়ের আলী সাখিদার (৬৩), পিতা মৃত মজো সাখিদার, সাং-লালুকা, তার প্রতিবেশী। গত ১১-০৭-২০২৫ দুপুর অনুমানিক ১ টা ৩০ মিনিটে বাদীর স্ত্রী মোছাঃ বিথী খাতুন নিজ বসতবাড়ির ঘরের দরজায় বসে থাকাবস্থায় বাদীর মেয়ে ভিকটিম (৭) বাড়ির বাহির থেকে বাড়ীতে আসলে তার হাতে একটি পাঁচ টাকার কয়েন দেখতে পায়। ভিকটিমের মা ভিকটিমকে পাঁচ টাকার কয়েনটি কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলে সে জানায় যে, আসামি মোঃ খয়ের আলীর বাড়িতে গেলে ভিকটিমকে পাঁচ টাকার কয়েনটি তার হাতে দিয়ে বসতঘরের মধ্যে নিয়ে তার হাফ প্যান্ট খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া সহ মুখে চুমু দেয়। ভিকটিম (৭), পিতা মোঃ রাজু, সাং লালুকা, দুপচাঁচিয়া, বগুড়া।
গ্রেফতারকৃত বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নং- ১১ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ১০ মামলাদার হয়েছে।