বগুড়া শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর থেকে ঢাকা গামী মহাসড়কের উপর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাস ট্রাক তল্লাশি চালিয়ে আজ বুধবার দুই গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামি হলো, আসামী মো: মমিনুর রহিমান (২৫), পিতা মো: নুরুজ্জামান, সাং ঝিঞ্জিরপাড়া টেপাখরিবাড়ি, থানা-ডিমলা, জেলা-নীলফামারীকে ৫ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে একই স্থান থেকে আসামী মো: মামুনউদ্দিন (২৫), পিতা মৃত ছবির উদ্দিন, সাংরহিমপুর ১নং ওয়ার্ড (ওয়াকফ মসজিদের পাশে), থানা-ঈশ্বরদী,জেলা-পাবনাকে ৩ কেজি ৫০০ গ্রাম গাজাঁসহ গ্ৰেফতার করা হয়।