গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৭০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও প্রাইভেট কারসহ তিন হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ডিবি একটি টিম নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার পিতা মোঃ রবিউল ইসলাম (ওরফে) ভোট এর পুত্র সবুজ, জোকা মোল্লাপাড়ার, মোঃ শিবলু (২৮), বেতগাড়ি লিচুতলা গ্রামের পিতা শেখ রিয়াজুল ইসলামের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৮), পিতা শেখ রিয়াজুল ইসলাম,
তিনজনই শাজাহানপুর উপজেলার অধিবাসী।
অভিযানে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও প্রাইভেট কার জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।