শেরপুর থানা পুলিশের একটি দল মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে তাকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ্ আল মোনায়েম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি একজন সুনামধন্য শিক্ষক ও দক্ষ প্রতিষ্ঠান প্রধান হিসেবে এলাকায় পরিচিত। তবে সম্প্রতি তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।