1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

বগুড়ার শিবগঞ্জে জমি দখলের অভিযোগ, আতঙ্কে চাকলমা ডাক্তার পাড়ার বাসিন্দা তরিকুল ইসলাম

মোঃ ইউসুফ মিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
অসহায় মানুষের ন্যায্য সম্পত্তির উপর দখলের হুমকি। মঙ্গলবার (৮ এপ্রিল ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা ডাক্তার পাড়া গ্রামে অসহায় মানুষের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার বাসিন্দা মোঃ তরিকুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী ১/ মোঃ মাহিনুর ইসলাম (৪৫), পিতা-মৃত আবু হোসেন, ২/ মোঃ মাহমুদুল (৩৫), ৩/ মেহেদুল ইসলাম (৩৫), সর্ব সাং- চাকলমা ডাক্তারপাড়া, ৪/ আশরাফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ বুলু মিয়া, ৫/ মোঃ ফারুক (৩০), পিতা-মোঃ জালাল, সাং-চাকলমা মধ্যপাড়া, ৬/ মোঃ রবিন (১৮), পিতা মোঃ মোকছেদুল, সাং- মহাস্থান, ৭/ মোঃ শিথীল (২২), পিতা মোঃ মহিনুর, সাং- চাকলমা ডাক্তারপাড়া, ৮/ মোঃ রিয়াদ (১৮), পিতা মোঃ সেলিম, সাং- মালাহার, ৯/ মোঃ আঃ মান্নান (৭০), ১০/ মোঃ নান্নু মিয়া, পিতা-মৃত তছিবাঘা, সাং- চাকলমা মধ্যপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-বগুড়া—এই ১০ জনের বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি তার ক্রয়কৃত ও কবলাকৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। জমিটির খাজনা-খারিজও নিয়মমাফিক পরিশোধ করা হয়েছে। কিন্তু বিবাদীরা সেই জমির ওপর দীর্ঘদিন ধরে দখল করার জন্য ষড়যন্ত্র করে আসছে। সবশেষে, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৩টায় বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তার সম্পত্তিতে প্রবেশ করে টিনের একটি ছাপড়া ঘর ভাঙচুর করে এবং জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালায়। তরিকুল ইসলাম বাধা দিতে গেলে তাকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১নং বিবাদী একজন পুলিশ সদস্য হওয়ায় তার প্রভাব খাটিয়ে অন্যান্য বিবাদীদের নিয়ে ভুক্তভোগীকে নিরবিচারে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তরিকুল ইসলামের দাবি, এখন তিনি ও তার পরিবার জীবন নিয়ে আতঙ্কে রয়েছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মোছাঃ সালমা বেগম (তরিকুল ইসলামের স্ত্রী) এবং মোঃ শাজাহান (পিতা-মৃত দৌলতজামান) অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তফশীল সম্পত্তির বিবরণঃ জেলা: বগুড়া, থানা: শিবগঞ্জ, মৌজা: চাকলমা, জে এল নং: ২০৯, খতিয়ান নং: ২১৪, দাগ নং: ৩৯৩৮, ৩৯৩৯, পরিমাণ: ২৫ শতক জমি। তরিকুল ইসলাম এই জমির বৈধ মালিক দাবি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই জমি শুধু একটি টুকরো মাটি নয়—এটি একজন অসহায় মানুষের শেষ আশ্রয়। এখানে ন্যায়বিচার না হলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কোথায় দাঁড়াবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com