বিরাজুল ইসলাম ওরফে ব্রাজিল বগুড়া শহরের পালশা চৌকিরপাড় এলাকার শাজাহান আলীর ছেলে। কয়েক বছর ধরে তিনি কাহালু উপজেলার পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।
বিরাজুল ইসলাম ব্রাজিলের নামে বগুড়া সদর ও কাহালু থানায় অসংখ্য মামলা রয়েছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিরাজুল ইসলাম ব্রাজিল।
পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। হামলার সময় বিরাজুল ইসলাম ব্রাজিল সড়কে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। দুর্বৃত্তরা তাঁর পিছু ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বিরাজুল ইসলাম ব্রাজিল শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা।