৭ ই এপ্রিল রোজ সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১ টায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের সাতমাথা থেকে জলেশ্বরীতলা-শেরপুর সড়ক হয়ে সাতমাথা এসে কয়েক হাজার শিক্ষার্থী ৩০ মিনিটের মতো সময় অবস্থান নেয়। এসময়। এসময় বিক্ষোভ কারীগণ অনিতিলম্বে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গাজার নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে পরিকল্পিতভাবে আঘাত হানা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী আইন লঙ্ঘনের সামিল। নিরীহ মানুষ হত্যা, পরিবার উচ্ছেদ এবং শিশুদের এতিম করে তোলার মতো অমানবিক ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবি জানান । এবং ইসরাইলি সকল পন্য বয়কটে ডাক দেন। বিক্ষোভে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করে। এ সময়ে হাজার হাজার শিক্ষার্থীরা নারায়ন তাকবীর আল্লাহু আকবার স্লোগানে বিক্ষোভটি থেকে ইসরাইলের বিভিন্ন পণ্য বয়কট চায়। বিক্ষোভ মিছিলটির বগুড়া শহরের সাত মাথা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে সাত মাথায় এসে সংক্ষিপ্ত বক্তব্যে ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।