1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু: জমি সংক্রান্ত বিরোধে নৃশংস হামলা নদীর ভাসমান অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় খুজছে পুলিশ বানারীপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা জাহিদ সরদার গ্রেফতার রংপূর প্রদেশ ঘোষণার দাবিতে লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী বগুড়ায় টানা বৃষ্টিপাতে দেয়াল ধসে ১ জনের মৃত্যু লোহাগাড়ার বিখ্যাত আলেম মাওলানা শামসুদ্দিন এর ইন্তেকাল, জানাযা’য় মানুষের ঢল স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তাল শাহজাদপুর, মহাসড়ক অবরোধে শিক্ষার্থী-জনতার ঐক্য রাবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা হাসিনা ফিরলে অনেক সংগঠনই পালাবে, তবে বিএনপি রাজনীতিতে থাকবে: তাইফুল ইসলাম টিপু

বগুড়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু: জমি সংক্রান্ত বিরোধে নৃশংস হামলা

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক আল আমিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আল আমিন উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
এর আগে , গত সোমবার সকালে ব্যবসায়িক কাজে বগুড়া শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আল আমিনের ওপর অতর্কিতে হামলা চালায় ১০-১২ জন দুর্বৃত্ত। বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাতসহ হকিস্টিক, রামদা ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে মারধর করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
আহতের চাচা জাহিদ হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় এলাকারই কয়েকজনকে নামীয় আসামি করা হয়।
হাসপাতালে মৃত্যুর আগে সাংবাদিকদের কাছে আল আমিন বলেন, তুই মামলা তুলে নে, না হলে দুই লাখ টাকা দে, আর না হলে জীবনটা দিয়ে দে—এমন হুমকি দিয়েছিল হামলাকারীরা।
এজাহার সূত্রে জানা গেছে, পূর্বের জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী নুরুল ইসলাম ও তার দুই ছেলে আতিকুল ইসলাম এবং আল মাহমুদ তাদের পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে আল আমিনের ওপর হামলা চালায়। হামলায় বাধা দিতে এলে আল আমিনের বাবা আফজাল হোসেনকেও পিটিয়ে দুই পা ভেঙে দেয় তারা।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আহত অবস্থায় যে মামলা দায়ের করা হয়েছিল, এখন আল আমিনের মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com