বগুড়ার সদরের চকবোচাই এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া গাবতলী রোডের চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিডমিল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার মোঃ সাইফুল ইসলাম মতি (৬০)। আহতরা হলেন, মতির স্ত্রী মোছাঃ রুবিয়া ইসলাম বিউটি(৫৫), ভাই মোঃ টিপু সুলতান (৪৫), সোনাতলার মোঃ আলমগীর হোসেন আলম (৪২)। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানার ওসি সেরাজুল ইসলাম। স্থানীয়দের বরাতে তিনি জানান, গাবতলী থেকে সিএনজি টি যাত্রী নিয়ে বগুড়ার দিকে আসছিল। চকবোচাই এলাকায় গাবতলীমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি জানান, ঘটনার পরপরই আহত অবস্থায় চারজনকে শজিমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে সাইফুল ইসলাম মতি নামে একজন মারা যান।