বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে শহরের জামিলনগর মোড়ে এই ঘটনা ঘটে। পরে রোববার (১৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে এই ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগকারী ব্যবসায়ী শহরের জামিলনগর এলাকার কোরবান সাকিদারের ছেলে নজরুল ইসলাম (৪৫)। তিনি শহরের সাতমাথায় বিকাশ ও ফ্লেক্সিলোডসহ মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।
সদর থানায় লিখিত অভিযোগে তিনহ উল্লেখ করেন, তিনি শনিবার দিবাগত রাতে ব্যবসায়িক কাজে গচ্ছিত সাড়ে ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। জামিলনগর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী ডিবি পুলিশ পরিচয়ে তার পথরোধ করে। তাদের একজন হেলমেট পরিহিত আরেকজন মাস্ক পরে মুখ ঢেকে ছিলো। দুর্বৃত্তরা নজরুলের থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে তাকে সড়কে ফেলে দেয়। এরপর দ্রুত নিজেদের মোটরসাইকেল নিয়ে শহরের তিনমাথা মোড়ের দিকে পালিয়ে যায়।
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, টাকাগুলো আমার শেষ সম্বল। ব্যবসায়িক কাজ শেষে প্রতিদিন একই সময়ে আমি বাড়ি ফিরে থাকি। কেউ হয়তো টার্গেট করে টাকা ছিনিয়ে নিয়েছে। তাদের গালিগালাজ ও হুমকি আতংক গ্রস্থ হয়ে পরেছিলাম। বাড়ির কাছে এসে এইরকম বিপদে পড়তে হবে ভাবিনি। দ্রুত টাকা উদ্ধার না হলে আমার পথে বসতে হবে।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীনুজ্জামান বলেন, নজরুল নামের এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।