বগুড়ায় টিম ডিবি পৃথক-পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।ডিবির অপর একটি টিম গত শনিবার ২৩ নভেম্বর রাতে সদর উপজেলার বাঘপাড়া এলাকায় টিএমএমএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ ফজর আলী (২৭), পিতা মোঃ সামছুল হক, মোঃ আসাদুল মিয়া (২৮), পিতা মৃত গিয়াস উদ্দিন, উভয় গ্রাম সতীরপাড়া (বুড়িরহাট), ডাকঘর- চাপারহাট, থানাঃ কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট। তাদের হেফাজত থেকে সর্বমোট ২২ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে।ডিবির টিম শনিবার ২৩ নভেম্বর রাতে বগুড়া শহরের তিনমাথা অগ্রনী ব্যাংক পিএলসি শাখার সামনে ওভার ব্রীজের নীচ থেকে মার্শাল টিটু (৫৫), পিতা মৃত চান মিয়া শেখ, শহরের বাদুরতলা মধ্যপাড়ার, মোঃ মুকুল হোসেন (৫৯), পিতা মৃত ছায়েদ আলী প্রাং, গ্রাম পাঁচপীর, থানা কাহালু। মোঃ মিঠু (৫০), পিতা মোঃ জালাল উদ্দিন, শহরের বাদুরতলা মধ্যপাড়া, তাদের হেফাজতে থাকা সর্বমোট ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।এছাড়াও অপর একটি অভিযানে ২৪ নভেম্বর রাত আনুমানিক ২ টায় সদর উপজেলার মাটিরডালি বিমান মোড়স্থ হোটেল মাহাতীর এর সামনে থেকে মোঃ রুহুল আলম সুমন (৫১), পিতা মৃত আজিজ মিয়া, স্থায়ী: গ্রাম-কলমা (বর্ণপাড়া), থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান: গ্রাম-বাঁশবাড়ী উত্তর (মদিলা লেন), থানা সৈয়দপুর, জেলা নীলফামারী, তার হেফাজতে থাকা ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক-পৃথক মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।