1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

বগুড়ায় ৪৯ বোতল ফেন্সিডিল ও ১টি মোটর সাইকেলসহ ৬ জন গ্রেফতার

এনামুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে
বগুড়ায় টিম ডিবি পৃথক-পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।ডিবির অপর একটি টিম গত শনিবার ২৩ নভেম্বর রাতে সদর উপজেলার বাঘপাড়া এলাকায় টিএমএমএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ ফজর আলী (২৭), পিতা মোঃ সামছুল হক, মোঃ আসাদুল মিয়া (২৮), পিতা মৃত গিয়াস উদ্দিন, উভয় গ্রাম সতীরপাড়া (বুড়িরহাট), ডাকঘর- চাপারহাট, থানাঃ কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট। তাদের হেফাজত থেকে  সর্বমোট ২২ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে।ডিবির টিম শনিবার ২৩ নভেম্বর রাতে  বগুড়া শহরের তিনমাথা অগ্রনী ব্যাংক পিএলসি শাখার সামনে ওভার ব্রীজের নীচ থেকে মার্শাল টিটু (৫৫), পিতা মৃত চান মিয়া শেখ, শহরের বাদুরতলা মধ্যপাড়ার, মোঃ মুকুল হোসেন (৫৯), পিতা মৃত ছায়েদ আলী প্রাং, গ্রাম পাঁচপীর, থানা কাহালু। মোঃ মিঠু (৫০), পিতা মোঃ জালাল উদ্দিন, শহরের বাদুরতলা মধ্যপাড়া, তাদের হেফাজতে থাকা সর্বমোট ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।এছাড়াও অপর একটি অভিযানে ২৪ নভেম্বর রাত  আনুমানিক ২ টায় সদর উপজেলার মাটিরডালি বিমান মোড়স্থ হোটেল মাহাতীর এর সামনে থেকে  মোঃ রুহুল আলম সুমন (৫১), পিতা মৃত আজিজ মিয়া, স্থায়ী: গ্রাম-কলমা (বর্ণপাড়া), থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান: গ্রাম-বাঁশবাড়ী উত্তর (মদিলা লেন), থানা সৈয়দপুর, জেলা নীলফামারী, তার হেফাজতে থাকা ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক-পৃথক মামলা দায়েরের পর  আদালতে প্রেরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com