বগুড়ায় বহুল আলোচিত ০৬ (ছয়) বছরের দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা মামলার প্রধান ও একমাত্র আসামী ধর্ষক নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতরাত আনুমানিক ৯টার দিকে কাহালু উপজেলার পাইকর শাহানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর ইসলাম কাহালু উপজেলার, আড়োলা গ্রামের হবিবর রহমানের ছেলে। বগুড়া পুলিশ সুপার জানায়, নির্যাতিত শিশুর মা পারভিন বেগম বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করে। উক্ত এজাহারে উল্লেখ করা হয় যে, টাকার প্রলোভন দেখিয়ে আমার ৬ বছরের শিশুকে ধর্ষন ও রনির ৬ বছরের মেয়েকে ধর্ষন চেষ্টা করে, ওইসময় মেয়েরা কান্না শুরু করলে তাদেরকে মেরে পায়খানার মধ্যে ফেলে দেয়ার ভয় দেখায়। পরে বাড়ি ফিরলে মেয়ের শরিরে প্রচন্ড জ্বর আসে তখন মেয়ের কাছে জানতে চাইলে সে এসব বিষয় জানায়। আজ দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।