(১৯মে সোমবার) বগুড়া গাবতলী মডেল থানা বগুড়ার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় সাব ইন্সপেক্টর মো: শরিফুল ইসলাম, রিপন চন্দ্র বর্মন, জাহাঙ্গীর আরিফ,সহকারী এসআই মনিরুল ইসলাম, কামরুল হাসান সহ একটি চৌকস পুলিশ টিমে ইং১৯/৫/২০২৫ তারিখ রাতে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দব্য আইনের মামলার ঘটনার সাথে জড়িত গাবতলী সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি চকসেকেন্দার গ্রামের আব্দুল মজিদ (৫৮) পিতা মৃত নজির হোসেন , সাং চক সেকেন্দার থানা গাবতলী জেলা বগুড়াসহ অপর দুইজন গ্রেফতারি ওয়ারেন্ট মূলে বিভিন্ন এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সেরাজুল হক।