1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া গাবতলী দূর্গাহাটায় কুড়িয়ে পাওয়া শিশু শিম্মিকে টিএমএসএসের শিশু সদনে প্রেরণ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গনপদযাত্রা মতলবে গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী আটক ডোমারে স্কাউটসের তিন তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ডোমারে খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত ঈশ্বরদীতে আলোচিত ধর্ষন মামলার আসামিকে গ্রেফতার করলো র‍্যাব দেশি স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক পেল চীনা বিনিয়োগ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জানেনা অনেক গণমাধ্যম কর্মী উল্লাপাড়ায় বিএনপির নেতাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন ইসরায়েল বিমানঘাটিতে হুথিদের ক্ষেপনার্স হামলা; বন্ধ সব ধরনের ফ্লাইট

বগুড়া গাবতলী দূর্গাহাটায় কুড়িয়ে পাওয়া শিশু শিম্মিকে টিএমএসএসের শিশু সদনে প্রেরণ

আহসান হাবিব শিবলু (বগুড়া) গাবতলী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

(০৪ মে রবিবার) বগুড়া গাবতলী দূর্গাহাটা ইউনিয়নে মাটিআনছোড়া গ্রামে গত ১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সুমুন নামে একজনের দোকানের আশে পাশে ঘোরাঘুরি করতে থাকে এবং দোকানে এসে তাকে ক্ষুধা লেগেছে বলে দোকানদারকে বলে। দোকানদার তার পরিচয় জানতে চায় তখন সে তার মতো করে বলে , দোকানদার বুঝতে পেড়ে তাকে খাবার দেন, সে বলে  সে ভাত খাবে পরবর্তীতে দোকানার বাড়িতে নিয়ে ভাত খাওয়ায় এবং স্থানীয় ৫ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন সাদ্দাম কে জানান সে তার দেওয়া ঠিকানা মতো সোসাল মিডিয়া খোজাখুজি করে। এবং গাবতলী থানান ওসিকে বিষয়টি অবগত করেন ওসি বিষয়টি শুনে জানান যে যদি কোন সন্ধান না পাওয়া যায় তাহলে থানায় আনতে।  ২ দিন অনেক খোজাখুজির পর মেয়েটির ঠিকানা না পাওয়ায় ০৪ মে রবিবার সকাল ১০ থানায় এনে একটি সাধারণ ডায়েরি করে এরপর গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসা বাদে মেয়েটি নাম বলেন শিম্মি গ্রাম বলেন ফুলবাড়ী, নওগাঁ। এই সুত্রধরে ওসি, যত ফুলবাড়ি থানা, ইউনিয়ন আছে সব জায়গায় অবগত করেন কিন্তু কেউ তাকে চিনতে পারে না। পরবর্তী তে সমাজ সেবা অফিসের বিষয়টি জানান এবং মেয়েটির ছবি এবং ভিডিও পাঠিয়ে দিলে ততক্ষণিক ভাবে জেলা সমাজসেবা কাযার্লয়ের প্রবেশন অফিসার আবু সালেহ মোঃ নুহ্  ২ জন সমাজ কর্মীকে গাবতলী মডেল থানায় পাঠান তারা এসে শিশুটিকে চিনতে পাড়েন এবং তারা ওসি মহাদয় সহ গণমাধ্যম কর্মীদের জানান যে আমরা শিশু সুরক্ষা সমাজকর্মী,  শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছি,  শিশুটি অনেক আগে টিএমএসএস থেকে পালিয়েছে অনেক খুজে সন্ধান পাওয়া যায নাই। পরে নন্দীগ্রাম থানা শিশুকে পেয়ে কোর্টের উপস্থাপন করে এবং সেফহোম রাজশাহী প্রেরন করা হয়। সেখান থেকে শিশুর স্বার্থে তাকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র রাজশাহী রাখলে  কোন এক সময় সে পালিয়ে যায়। এবং গাবতলী আসে আমরা শিশু সুরক্ষা সমাজকর্মী জানতে পেরে থানায় গিয়ে তাকে চিনতে পারি। শিশুটি মানসিক ভাবে অনেকটা অসুস্থ। তাত্ক্ষণিকভাবে সমাজ কর্মীদের মাধ্যমে টিএমএসএসের শিশু সদনে   সমাজকর্মী, ওসি এবং সমাজ সেবা কর্মকর্তা নাঈম প্রচেষ্টায় টি এম এস এস এর শিশু সদনে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করেন। এসময়  উপস্থিত ছিলেন ওসি সেরাজুল হক, সমাজ সেবা অফিসার নাঈম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, হাইকোর্টর সহকারী এর্টনি জেনারেল এডভোকেট গাজী মাসকুরুল আলম, দূর্গাহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন সাদ্দাম, এবং টিএমএসএস শিশু সদনের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীগণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com