বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এক অভাবনীয় সাফল্যের মুখ দেখলেন চট্টগ্রামের উপকূলবর্তী জেলেরা। গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ভোল পোয়া মাছ, যার ওজন ১৫২ কেজি। স্থানীয় জেলে সাইফুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে পতেঙ্গা উপকূলের প্রায় ৮০ কিলোমিটার দূরে মাছটি ধরা পড়ে। বিশাল এই মাছটি দেখতে স্থানীয় বন্দরে জড়ো হয়েছেন শত শত কৌতুহলী মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভোল পোয়া (Protonibea diacanthus) সাধারণত গভীর সাগরে বসবাস করে এবং এ ধরনের বড় আকারের মাছ বিরল। ভোল পোয়া মাছের বায়ুথলি (air bladder) আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান, যা ঔষধ এবং বিশেষ খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত হয়। মাছটির দাম উঠতে পারে কয়েক লাখ টাকা পর্যন্ত বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক ব্যবসায়ী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, এই ধরনের মাছ ধরা পড়া দেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধির একটি বড় নিদর্শন। তবে টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে তারা সচেতনতার ওপর জোর দিচ্ছেন। বন্দরে এখনো চলছে মাছটি ঘিরে উৎসবের আমেজ। জেলেরা বলছেন, এ ধরনের সাফল্য তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।