1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তণের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপণের এক ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ

মোখলেছুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তণের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপণের এক ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে সড়কের দু’পাশে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রম পরিচালনা করেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ কর্মসূচীর সমাপনি উৎসব অনুষ্ঠিত হয়। কর্মসূচীর সঙ্গে এলাকাবাসীকে সম্পৃক্ত করতে বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপনে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী এ কর্মসূচী চলে সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া, মাসকান্দা, জাঙ্গালিয়া, সহনাটী, ভালকাপুর, অচিন্তপুর ইউনিয়নের গাগলা, শাহগঞ্জ, ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা সড়ক ও ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বিভিন্ন সড়কে।সমাপনি দিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজহাতে রাস্তার দু’পাশে তালবীজ রোপণ করেন ইউএনও মো. শাকিল আহমেদ। এসময় এ কর্মসূচী বাস্তবায়নে অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাব্বি, রাজিবুল হাসান, মো. রিয়ে আহম্মেদ, আরাফাত হোসেন রাব্বি, মো. বিজয় মিয়া, মো. আমিরুল ইসলাম, রোভার মিলি আক্তার, রানী আক্তার স্বর্ণা, রিয়া আক্তার, কবিতা আক্তার।উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে সড়কের পাশে তালবীজ রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দ- স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দ- হিসাবে কাজ করবে।গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ অংশ নিয়েছে। তারা এ কাজ করে উৎফুল্ল। গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন ১হাজার ৭শ তালবীজ সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও ৫শ তালবীজ সংগ্রহ করা হয়। রাস্তার দু’পাশে ২২ কিলোমিটার এলাকাজুড়ে তালবীজ এবার রোপন করেছি।ময়মনসিংহের ঈশ^রগঞ্জ-নেত্রকোণা মহাসড়কের গাগলা এলাকায় তালবীজ রোপনের মধ্য দিয়ে ১০ অক্টোবর এ কর্মসূচী শুরু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com