সামনে মৃত্তিকার কাছে ফজরের আজানের একটু পর পরেই একটি ট্রাক দ্রুততার সাথে আলম সাধুকে অতিক্রম করতে গিয়ে আলম সাধুর সাথে মর্মান্তিক এক্সিডেন্ট হয়ে গোবিন্দ রায় ৪৩ ঘটনাস্থলে তার মৃত্যু হয়, অপরজন কে গুরুত্ব আহত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরবর্তী সেখানে তার মৃত্যু হয় । বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বুনারাবাদ গ্রাম থেকে কয়েকজন লোক ধান কাটার উদ্দেশ্যে খুলনার রায়ের মহল যাওয়ার পথে বটিয়াঘাটা খড়িয়ার স্লুইচ গেট ও মৃত্তিকার মাঝামাঝি জায়গায় আলম সাধু ও ট্রাক অতিক্রমের সময় ভয়াবহ এক্সিডেন্ট হয়ে গোবিন্দ রায়(৪৩), পিতা-খগেন্দ্রনাথ রায়, গ্রাম-বুনারাবাদ ও অভিজিৎ নামের একজন বাড়ী ডুমুরিয়ার কাটালিয়া গ্রামে বটিয়াঘাটা বুনারাবাদ মামার বাড়ী মামা দেবদাস দেরে বাড়ী বেড়াতে এসে তাদের সাথে ধানা কাটার উদ্দেশ্যে একই আলম সাধুতে থাকাবস্থায় এক্সিডেন্ট করেছে।স্থানীয়দের দাবি খুলনা বড়নপাড়া রোডে প্রায়ই ট্রাকের সাথে এধরণের ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে। ট্রাকগুলো খুবই বে পরোয়া গাড়ি চালিয়ে থাকে। প্রশাসনের প্রতি আহবান দ্রুততার সাথে ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা । সেই সাথে সকল গাড়ী নিয়ন্ত্রণের সাথে চালায় তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা।