আজ ৫ জুলাই বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬৭ তম বার্ষিক সাধারণ সভা নির্ধারিত সময়ে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে,সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন,সমিতির সভ্য হাফেজ শাহাদত আলী,মিলাদ পরিচালনা করেন মৌলানা জাফর আহমদ বদরী,মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুহাম্মাদ আবুল বশর।
বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রথম এজেন্ডা শুরু হয়।
বদরখালী সমিতির ইতিহাসে সাধারণ সভার সভাপতি মনোনয়ন হলো সাধারণ সভার প্রাণ। সভাপতি সাহেব ৬৭ তম সাধারণ সভার সভাপিত্ব করার জন্য নাম আহবান করলে;উপস্থিত সভ্যদের হতে তিন জনের নাম প্রস্তাব করা হয়, প্রস্তাবিত নাম গুলি হলো বর্তমান ব্যাবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান খায়রুল বশর ও ডাক্তার মিজানুর রহমান।
ডাক্তার মিজানুর রহমানেন নাম প্রস্তাবিত হওয়ায় তরুণদের মাঝে প্রাণেন সঞ্চার তৈরি হয়।
বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ডাক্তার মিজানুর রহমানকে সমর্থন করে নিজের নাম প্রত্যাহার করে নিলে বাকি দুজনের মাধ্যে হস্ত উত্তোলনের মাধ্যমে সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।হস্ত উত্তোলনে জটিলতা সৃষ্টি হলে খায়রুল বশরও ডা:মিজানুর রহমানকে সমর্থন করে নিজের নাম প্রত্যাহার করে নিলে
ডাক্তার মিজানুর রহমান বিনা প্রতিদন্ধিতায় সভাপতি মনোনয়ন হয়।
ডাক্তার মিজানুর রহমান সভাপতি মনোনয়ন হওয়ায় তারুণ্যের সঞ্চার প্রতিফলিত হয়েছে বলে সভ্যরা মনে করেন।
পরবর্তী কার্যক্রম ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে আরম্ভ হয়েছে। ডাক্তার মিজানুর রহমান সকল সভ্যদের শেষ পর্যন্ত উপস্থিত থেকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানান।যা সন্ধা পর্যন্ত চলবে।