বদলগাছীতে নিউজ প্রকাশের জের ধরে সাংবাদিক আবু সাইদকে রাতের আধাঁরে তার বাড়িতে হামলা করে মারপিটের চেষ্টা বার্থ হয়ে অবশেষে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অপর তিন সাংবাদিক সানজাদ রয়েল সাগর, মিঠু হাসান ও আবু রায়হানের বিরুদ্ধে গত ২১ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডাইয়েরী (জিডি) করেছেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু সাইদ। ( জিডি নং-৯৫১, তাং ২১-১১-২০২৪ ইং)জিডি সুত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর জনপ্রিয় নিউজ পোর্টাল কালের সংবাদ এ “ বদলগাছীতে খাদ্যবান্ধব ডিলার পেলেন সাবেক এমপি সৌরেন্দ্র নাথের দোসর সাংবাদিক সাগর ” এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। যা সাংবাদিক সানজাদ রয়েল সাগর এর নিউজটি দৃষ্টি গোচর হলে সে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে উঠে। যার প্রেক্ষিতে সাংবাদিক সানজাদ রয়েল সাগর গত ১৯ নভেম্বর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “কালের সংবাদ” এর সম্পাদক সোহেল চৌধুরীকে লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত নিউজটি ৩ দিনের মধ্যে নিউজ পোর্টাল হতে সরিয়ে ফেলবেন মর্মে কিছুটা হুমকির স্বরে নির্দেশ করেন। এর পর ও সাংবাদিক সানজাদ রয়েল সাগর ক্ষান্ত হননি। নওগাঁ জর্জ কোর্টের এ্যাডভোকেট নাজমুল হুদার মাধ্যমে লিগ্যাল নোটিশ করার পর ওই দিন বদলগাছী ফিরে এসে বদলগাছীর সিনিয়র সাংবাদিক ও বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলুকে ধরে উপজেলা ক্যাম্পাশে মোয়াজ্জিমের চায়ের দোকানের সামনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু সাইদকে উদ্দেশ্য করে জনসম্মুখে প্রকাশ্য বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করার হুমকি দেয়। যার প্রেক্ষিতে সাংবাদিক আবু সাইদ বদলগাছী প্রেসক্লাব সভাপতি/সম্পাদক বরাবরে সাংবাদিক সানজাদ রয়েল সাগরের বিরুদ্ধে প্রেসক্লাবের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী একাধিক কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে গত ১৯ নভেম্বর বদলগাছী প্রেসক্লাব বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে করে সাংবাদিক সাগর আরও উত্তেজিত হয়ে পরেন এবং গত ২০ নভেম্বর বৃহস্প্রতিবার রাত ৮টা ৩৫ মিনিটের সময় তার অপর তিন সহযোগী সাংবাদিক মিঠু হাসান ( দৈনিক বর্তমান ও রুপালী বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল) এর বদলগাছী প্রতিনিধি ও সাংবাদিক আবু রায়হান (বিজয় টিভি) বদলগাছী প্রতিনিধিকে সঙ্গে নিয়ে মটরসাইকেল যোগে সাংবাদিক আবু সাইদ এর বদলগাছী সদর জিধিরপুর মৌজার ( কলেজপাড়া ) বাড়িতে এসে প্রথমে জানালা ও পরে মেইন দরজায় ধাক্কা ধাক্কি করতে শুরু করে। ওই সময় সাংবাদিক আবু সাইদ তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ প্রোগ্রামে গানবাজনা করছিল। জানালা ও দরজায় ধাক্কা ধাক্কির শব্দে সাংবাদিক আবু সাইদ ঘর থেকে আঙ্গিনায় এসে জানতে চায় তোমরা কারা। দরজা জানালায় ধাক্কা ধাক্কি করছ কেন ? এমন প্রশ্নের জবাবে দরজার বাহিরে অপরপ্রান্ত থেকে সাংবাদিক সানজাদ রয়েল সাগর বলে দরজা খোল। সাংবাদিক আবু সাইদ দরজা খুলে দিতে না চাইলে আবার ও ধাক্কা ধাক্কি করতে থাকে এবং বলে তোর ব্যাপেরা সাথে এসেছে দরজা খোল। আবার ও সাইদ সাগরের নিকট জানতে চায় এতো রাতে তোমরা কে কে এসেছো আর কেন এসেছো ? তখন সাংবাদিক সাগর, মিঠু ও আবু রায়হান উচ্চস্বরে বলে উঠে দরজা খোল নইলে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকতে হলে তোকে জানে মেরে ফেলবো। তখন সাংবাদিক সাইদের ছোট ছেলে চিৎকার দিয়ে উঠলে তারা পরিস্তিতি বেগতিক দেখে দ্রæত মটরসাইকেল নিয়ে চলে যায়। এ ঘটনার কিছু সময় পর সাংবাদিক মিঠু হাসান তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে সাংবাদিক সাগরের বিরুদ্ধে নিউজ প্রকাশ ও কালের সংবাদ সম্পদককে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে বিষয়টি পোস্ট করেন। এর পর অপর এক সাংবাদিক বুলবুল আহম্মেদ বুলু তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে পোস্ট করেন, কুকুর যখন পাগল হয়, তখন সেই কুকুরের কি অবস্থা হয়। তার ওই পোস্টে সাংবাদিক মিঠু হাসান তার ফেইসবুক নিজস্ব আইডি থেকে কমেন্টস করেন,পাগলা কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। একই পোস্টে সাংবাদিক আবু রায়হান তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে কমেন্টস করেন, পাগলা কুত্তাকে ভেকসিন দিয়ে লাভ হবে না। ওরে লাঠি দিয়ে মেরে এলাকা ছাড়া করতে হবে। এর পর একই পোস্টে সাংবাদিক সানজাদ সাগর নামে ফেইসবুক আইডি থেকে কমেন্টস করেন, এটা মনে হয় মানুষ রুপি কুকুরের কথা বলেছে। তার পর সাগর জার্নালিস্ট আইডি থেকে কমেন্টস করেন, কুকুর পাগল হয় মরার আগে এটাতো মানুষ বোঝে না। ফেইসবুকে ওই ৩ জন সাংবাদিকের পোষ্ট ও কমেন্টস থেকে বুঝা যাচ্ছে যে তারা সাংবাদিক আবু সাইদকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে হামলা করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আবু সাইদ ও তার পরিবারের সকল সদস্যর নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন এবং তদন্ত সাপেক্ষে ওই তিন জন সাংবাদিক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।এ ঘটনার সাথে জড়িত ওই তিন জন সাংবাদিক সানজাদ রয়েল সাগর, মিঠু হাসান ও আবু রায়হান এর বক্তব্য নেওয়ার জন্য পৃথক পৃথক ভাবে তাদের মোবাইলে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।